Engineer Shihab

Adhar Rate Ekla Pagol Jay Lyrics Bangla Song

Name: Adhar Rate Ekla Pagol Jay Lyrics আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে । বলে শুধু, ‘বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। আমি যে তোর আলোর ছেলে- আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি- মরি আমি সেই খেদে । বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা […]

Adhar Rate Ekla Pagol Jay Lyrics Bangla Song Read More »

Achho Antare Chirodin Lyrics Bangla Song

Name: Achho Antare Chirodin Lyrics আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি?। তবু কেন হেরি না তোমার জ্যোতি, কেন দিশাহারা অন্ধকারে?। অকূলের কূল তুমি আমার, তবু কেন ভেসে যাই মরণের পারাবারে? আনন্দঘন বিভু, তুমি যার স্বামী সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে?।       Bangla song lyrics have always been more than just words on

Achho Antare Chirodin Lyrics Bangla Song Read More »

Adhar Sakoli Dekhi Lyrics Bangla Song

Name: Adhar Sakoli Dekhi Lyrics আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে । ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে ।। এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে । এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে । ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর, তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার ।।  

Adhar Sakoli Dekhi Lyrics Bangla Song Read More »

Adhar Elo Bole Tai Lyrics Bangla Song

Name: Adhar Elo Bole Tai Lyrics আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে- জেনেছি কার লীলা আমার বক্ষদোলার দোলে ।। ঘুমহারা মোর বনে বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে । যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ।।         Step into the enchanting world

Adhar Elo Bole Tai Lyrics Bangla Song Read More »

Abar Urte Shekhao Lyrics Bangla Song

Name: Abar Urte Shekhao Lyrics শিরোনামঃ আবার উড়তে শেখাও কথাঃ মিনার রহমান কন্ঠঃ মিনার রহমান সুরঃ মিনার রহমান সঙ্গীতায়োজনঃ রেজওয়ান শেখ অ্যালবামঃ আবার উড়তে শেখাও আমি ছিলাম আমারই মতো ভেঙে সব খেয়াল তুমি ছিলে তোমারই নিয়মে গড়েছিলে দেয়াল কোন এক পড়ন্ত বিকেলে কিছু বলেছিলে অভিমানী ঐ দুটো চোখে কেন ডেকে ছিলে এখন আমি ঘুমিয়ে একা

Abar Urte Shekhao Lyrics Bangla Song Read More »

Abar Lyrics Minar Rahman Bangla Song

Name: Abar Lyrics Minar Rahman শিরোনামঃ আবার কথাঃ স্নেহাশীষ ঘোষ কন্ঠঃ মিনার সুরঃ মিনার সঙ্গীতায়োজনঃ রেজওয়ান শেখ অ্যালবামঃ আমি তো এমনই তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে? দেবো না জল আসতে চোখে, কোনদিনও আর, আর একটিবার দাও যদি জল মোছার অধিকার। তুমি কি আমার হাসিমুখের আবার

Abar Lyrics Minar Rahman Bangla Song Read More »

Aaloshyo Lyrics Bangla Song

Name: Aaloshyo Lyrics শিরোনামঃ আলস্য কন্ঠঃ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (মুভি), অনুপম রয় (অ্যালবাম) কথাঃ অনুপম রয় সুরঃ অনুপম রয় অ্যালবামঃ দূরবীনে চোখ রাখবো না মুভিঃ উমা সেই গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে হাওয়া দিল ভাসিয়ে তখন আমার এ বিছানা ঘুম ছাড়েনি চোখের কোল আর হাওয়াতে লাগালো দোল হাওয়াতে লাগালো দোল তখন আবার এ

Aaloshyo Lyrics Bangla Song Read More »

Achhe Tomar Bidye Saddhi Jana Lyrics Bangla Song

Name: Achhe Tomar Bidye Saddhi Jana Lyrics দ্বিতীয় দস্যু । আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা । রাজত্ব করা, এ কি তামাশা পেয়েছ । প্রথম দস্যু । জানিস না কেটা আমি ! দ্বিতীয় দস্যু । ঢের ঢের জানি- ঢের ঢের জানি- প্রথম দস্যু । হাসিস নে হাসিস নে মিছে, যা যা- সব আপন কাজে যা যা, যা

Achhe Tomar Bidye Saddhi Jana Lyrics Bangla Song Read More »

Ache Mor Pran Lyrics Bangla Song

Name: Ache Mor Pran Lyrics বজ্রসেন । আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস ।। কোটাল । খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস ।। বজ্রসেন । এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে- সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে । তোমার মরণ নাহয় আমার মরণ যমের দিব্য কর যদি এরে হরণ- ছুঁয়ো না, ছুঁয়ো

Ache Mor Pran Lyrics Bangla Song Read More »

Aaj Ei Akash Lyrics Bangla Song

Name: Aaj Ei Akash Lyrics শিরোনামঃ আজ এই আকাশ কন্ঠঃ অদিত কথাঃ আসিফ ইকবাল কবিতাঃ বড় একা আমি কবিঃ মহাদেব সাহা কন্ঠঃ আসাদুজ্জামান নূর অ্যালবামঃ অন্তহীন আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে(২) মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো তুই ছিলিনা যখন মাঝে মাঝে কড়া

Aaj Ei Akash Lyrics Bangla Song Read More »

Scroll to Top