Song Name: Bazar Gorom Lyrics
শিরোনামঃ বাজার গরম
কণ্ঠঃ আলী হাসান,সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার, রিজন, আহমাদ শুভ, আলিম খন্দকার ও জেসমিন সেতু
কথাঃ আলী হাসান
সুরঃ আলী হাসান
আইজকা তর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোছ, হইবোনা, ৫০০ হাজারে
যাই দেখি বাপে-পুতে মিল্লা বাজারে।
আইজকা তর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ-গোছ হইবোনা ৫০০ হাজারে
চল যাই বাপে-পুতে মিল্লা বাজারে।
ভালো আছেন ভাই বাড়ির সবাই আছে কেরুকুম
দোয়া করসো যেরুকুম রাখছে-আল্লাহ হেরুকুম।
বেতন পাই যে সেরুকুম এইডা ভাপতাছে উনি
যেই কয়টেকা বেতন পাইছি সবই ছিনিমিনি।
১মাসের বাজার সদাই একেবারে কিনি
আটা ময়দা চিনি, খালি এই টেকাডাই ঋণী।
ভেরি গুড ভেরি গুড।
আরেক জন কয় ভেরিগুড ,আমরা মিয়া শুটবুট লাগাইয়া রবিন হুট
হুতাশে ফাল দিছি পিছে নাইকা প্যারাসুট।
বুঝছি ভাই আমিও দিন আনি দিন খাই
শরিল স্বাস্থ্য দেইখা মানুষ মনে করে পিনিক খাই।
১ কেজি তেল দেন, ৫ কেজি চাইল
৫০০ টেকা শেষ লগে আদা কেজি ডাইল।
পূরণ করতে পারুমনা তো বাজারে যেই ফাইল
আবার বাসায় গিয়া শুনুম আপনের ভাবির মুখেই গাইল।
ঐ সইরা খারা সুরু
গরু আইতাছে গরু।
কী কইতাছেন ধুরু নাটক না ঢুকতে শুরু।
১ কেজি গরুর মাংসের দাম যদি হয় ৯শ
খিলাল মাইরাও ফালাইবো না দাঁতের চিপার মাংস।
তার পরেতো মোটামুটি মানুষ লইছে জমাইয়া
আধা কেজি মাংস দিবেন আড্ডি মাড্ডি কমাইয়া ।
সময় লাগবো ওয়েট কর না পারলে মরাধরা
খুইজ্জা আইনা ফাইট কর।
দেখতাছোছ না সিরিয়ালে মানুষ রইছে খাড়াইয়া
আধা কেজি মাংস নিতে ১০ জন আইছে পারাইয়া।
কোনো লাভ নাই খাড়াইয়া, হাঁস নাইলে মুরগি, জলদি কন কার কি?
লারকা নাকি লারকি সরকারি চাকরি জাগো তারাই খাইবো টার্কি।
ফারাম কেজি ২০০ আর দেশি নিলি ৬০০
হাঁসের জোড়া ১২০০ যার লাগবো সে আসসো।
পকেটে টেকা আছে আর মাত্র ৫০০ বাবা।
গরু মুরগির দাম বেশী আজকে সবাই মাছ খাবা।
চিংড়ি মিংরি, রুই টুই,বোয়াল নাকি কাতলা
শিং মাছ নিয়া ভাবিরে ঝোল রানতে কন পাতলা
ইলিশ আছে দিয়া দেই
কালকে আবার বৈশাখ।
ভাপসাব দেইখা আমগো মনে হয় কি লাটসাব
গরীব মানষের বৈশাখ ইলিশ মাছ না পুইশাখ।
সিলভার কাপ নায় তেলা পিয়া?
আমারে দেন পাংগাশ মিয়া
এই মাছ ধরতেও গিনলাগে হাত দিয়া!
দেখছেন কী কয় হের লাগে ঘৃণা
বাজারের সব জিনিষই স্বর্ণের দামে কিনা।
হ গু খায় সব মাছে কালার খায় পাংগাসে
ডিম পারে মুরগি আর ব্যথা পায় রাজাহাঁসে।
দুঃখ কমু কার কাছে
টেকা নাইকা হাজার হাজার
চলো বাবা যাইয়া দেখি কী অবস্থা কাঁচা বাজার।
ঐ মিয়া হাতদিবেন না মরিচের কেজি ১ হাজার
দেখতাছেন্না মরিচ গাট দিতে রাখছি বডিগার্ড।
এইডা আবার কুন পাট আলিফ লায়লা সীনবাদ
যেইটা ধরুম ষ্টক করুম, তয় তরকারি জিন্দাবাদ।
৮০ টেকার বেইগুন, বেইগুনের অনেক গুন।
বেইগুন লইয়া হইছে খুন,আমারে দেন ধুন্দল
পোটল লন, কহি লন, লাউ নাইলে কদু।
তর মুখে অনেক মধু
লাউ আর কদু বউ আর বধু
দুনোটাইতো একি কথা কি বুঝাছ তুই *দু।
সেন্ডিকেট কইরা হুজুর,অসাধুরা করলো ক্ষতি।
মুলা খাইয়া নাকে তুলা দেওয়া ছাড়া নাইকা গতি
জিনিসের দাম ঊর্ধ্বগতি, খাইতাছি তাই কচুর লতি
তারপরও ভাই ভালো আছি কইরা খাই ইমামতি।
কথা সত্য কথা খাঁটি আগুন লাগছে বাজারে।
থাকলে কিছু দিইয়েন বাবা দোহাই লেংটার মাজারে।
এইযে বাবা নেন
এই দানের বিনিময়ে বরকত বাড়ায় দেন
আল্লাহ রিজিক বাড়ায় দেন
আল্লাহ হায়াত বাড়ায় দেন।
দেশটা সোনা রুপার পানি দিয়া
ধুইয়া মুইছা দেন।
লাগলে আর ২টেকা নেন
দোয়া মনের থিক্কা দেন
নিজেই চালাই ভ্যান
কেমনে মাইনসেরে দিম জ্ঞান।
লাগলে আর ২ টেকা নেন দোয়া মনের থিকা দেন।
আইজকা তর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ গোছ, হইবোনা, ৫০০ হাজারে
যাই দেখি বাপে-পুতে মিল্লা বাজারে।
আইজকা তর মায় খাইছে আমারে
চাইল ডাইল নুন তেল নাইকা সংসারে
মাছ-গোছ, হইবোনা, ৫০০ হাজারে
চল যাই বাপে-পুতে মিল্লা বাজারে।
Listen In Youtube: Click Here
Bazar Gorom | বাজার গরম | Aly Hasan | Rap Song 2023 | Official Bangla Music Video 2023
The Magic of “Bazar Gorom Lyrics Bangla Song” – A True Gem of Bangla Music
Bangla music never fails to amaze, and the song “Bazar Gorom Lyrics Bangla Song” is a perfect example of that. Composed by the exceptional আলী হাসান, this track combines soulful lyrics and a melody that resonates deeply with anyone who listens. It’s a song that captures the beauty of Bangla culture, and it has found a special place in the hearts of many.
Below, we share the complete lyrics of “Bazar Gorom Lyrics Bangla Song” in Bangla, allowing you to connect with the essence of the song and its powerful message.
বাজার গরম
Each line of the lyrics in “Bazar Gorom Lyrics Bangla Song” holds a special meaning. Whether you’re reflecting on the song’s deeper emotions or simply enjoying its musical beauty, this track is bound to leave a lasting impact. আলী হাসান’s composition adds layers to the experience, making it a song that stands out in the world of Bangla music.
It’s songs like this one that remind us why we love Bangla music so much. There’s something timeless about the way “Bazar Gorom Lyrics Bangla Song” blends its words and melody, creating a piece of art that will be cherished for generations.
We invite you to immerse yourself in the magic of this song. If it speaks to you the way it has spoken to so many, feel free to explore more Bangla songs in our collection. The music, the words – they all come together to celebrate the richness of our culture.
Enjoy the profound beauty of “Bazar Gorom Lyrics Bangla Song”, and make sure to share it with those who love Bangla music as much as you do. And don’t forget to explore more with the related tags: Bazar Gorom, বাজার গরম Lyrics, বাংলা লিরিক্স, Bengali Lyrics, Bazar Gorom Song, Bengali Music
.
Subscribe Our Channel: Click Here
More Lyrics: Click Here
Follow us on FB: Bangla Song Lyrics